Wednesday, October 22, 2025
Ad

সবার জন্য শিক্ষা-সবার জন্য কাজের দাবীতে ও সন্ত্রাস মুক্ত এিপুরা গড়তে বামেদের ছাএ যুব সমাবেশ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, এিপুরা : মাস কয়েক বাদেই এিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন। ২০২৩ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোর কদমে মাঠে ময়দানে নেমে পরেছে তেলিয়ামুড়া বাম ছাএযুব সংগঠন। বুধবার বেলা ১২ টা নাগাদ বামেদের ছাএ যুব সংগঠন SFI, TSU,DYFI,TYF তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্দ্যোগে তেলিয়ামুড়া বাজারে এক বিশাল সমাবেশ করা হয়৷ এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী , সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, সহ চারটি গণ সংগঠনের নেতৃত্বরা। সমাবেশের পূর্বে দলীয় কর্মীরা নেতাজিনগর স্থিত অশ্বিনী ঘোষ স্মৃতি কমিউনিটি হলের সামনে থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত করে। এই পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া বাজারে এসে সমাবেশের স্থলে জমায়েত হয়। এই সমাবেশ কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটো। যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে । সমাবেশের শুরুতেই সিপিএম দলের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে । এদিকে সমাবেশের প্রধান বক্তা অর্থাৎ সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি ভাষণের শুরুতেই রাজ্য সরকারের প্রতি কামান দাগাতে শুরু করেন

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article