নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার : নকল সিবিআই অফিসার সেজে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে রিজার্ভ ব্যাঙ্কে দেড়শ কোটি টাকা জমা করার ভুয়ো শংসাপত্র, নকল সিবিআই-এর পরিচয়পত্র সহ সিবিআই স্টিকার লাগানো একটি অল্টো গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা এলাকার। ধৃত হানিফ সর্দার (৩৫) উস্তির বাসিন্দা। বুধবার তাঁকে হাতেনাতে পাকড়াও করার পর বৃহস্পতিবার ধৃতকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পেরেছে, হানিফ সর্দার নিজেকে সিবিআইয়ের স্পেশাল অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার ফাঁদ পেতেছিল। সিবিআই-এর ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে, ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক প্রতারণার চেষ্টা চালাত।
একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে নকল সিবিআই অফিসারের পর্দা ফাঁস করে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ।