Monday, October 20, 2025
Ad

পথ চলা শুরু করল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘যোগশ্রী’ উদ্যোগ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

রাজ্যে চালু হচ্ছে ‘যোগশ্রী’ কলেজ।

নিজস্ব প্রতিনিধি, বেলুড় :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উদ্যোগ ‘যোগশ্রী’তে যোগ চিকিৎসায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রথম পর্বে ১১ পড়ুয়াকে নিয়ে বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে ‘যোগশ্রী’র ভর্তি প্রক্রিয়া শুরু হল। এরপর ধাপে ধাপে চলতি বছরের ১৮ই নভেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। মোট আসন সংখ্যা ৫০। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি প্রথম পর্যায়ে ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে ।

স্বাস্থ্য পরিষেবা উন্নতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ নিয়ে পড়াশোনা চালু করার সিদ্ধান্ত নেন। যোগ কাউন্সিল তৈরি করে যোগের সঙ্গে প্রাকৃতিক চিকিৎসার মেলবন্ধন ঘটানোর এক প্রচেষ্টা চালান তিনি। বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে যোগ শিক্ষার জন্য আলাদা বিল্ডিং তৈরি করা হয়। প্রাকৃতিক বিভিন্ন উপাদানের ব্যবহারে কীভাবে রোগ নিরাময় করা যেতে পারে সেই সংক্রান্ত বিষয়েই পাঠ দেওয়া হবে।
সূর্যের আলো, বাতাসের মত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কীভাবে রোগের প্রকোপ কমানো যায় সেই নিয়ে পঠনপাঠন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ নিট সফল পড়ুয়াকে নিয়ে প্রাথমিকভাবে এই ‘যোগশ্রী’ কলেজ শুরু হচ্ছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় ২০১৯ সালের ২ মার্চ এই কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীলের তত্ত্বাবধানে কলেজটি তৈরী হয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের অধীনে এই কলেজ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article