Tuesday, September 2, 2025
Ad

সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আলিপুরে।

Must read

নিজস্ব প্রতিনিধি, আলিপুর : ২৫ আগস্ট, দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর। বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাব কক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শ্রাবনী গুপ্ত, অনিল কুণ্ডু, জেলা প্রেস ক্লাব সম্পাদক অলোক প্রসাদ, সনৎ পান্ডে, সমাজসেবী শক্তি মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবব্রত সরকার।

উপস্থিত সাংবাদিক স্নেহাশিস শূর, শ্রাবনী গুপ্ত, মহুয়া সাঁতরা, রক্তিম দাশ, শৈবাল বিশ্বাস এই কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫৪ জন ক্ষুদ্র পত্রপত্রিকা ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সকলকে শংসাপত্র প্রদান করা হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article