বকখালীতে ধর্ষণের শিকার কলকাতার এক মহিলা।
নিজস্ব সংবাদদাতা, ফ্রেজারগঞ্জ: বকখালির আবাসিক হোটেলে এক মহিলা মেক-আপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে প্রোডাকশান ম্যানেজারকে গ্রেফতার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। ধৃত রাহুল ঘোষকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বকখালিতে মিউজিক ভিডিওর শুটিং করার জন্য আসে একটি প্রোডাকশান টিম। শনিবার রাতে বকখালির ব্লু-মোন নামের একটি আবাসিক হোটেলে ওঠে ওই প্রোডাকশান টিমের সদস্যরা। ওই মহিলা মেক-আপ আর্টিস্টের অভিযোগ, ওই রাতে তাঁকে ধর্ষণ করে প্রোডাকশান ম্যানেজার রাহুল। গতকাল থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই গ্রেফতার হয় নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল ঘোষ। নির্যাতিতার মেডিক্যাল করানো হয়েছে। এদিন আদালতে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা।