লক্ষীমপুরে বুনো হাতীর তান্ডব, মৃত্যু এক।
জ্যোতির্ময় ভৌমিক, আসাম: উত্তর অসমে ফের শুরু হয়েছে বুনো হাতীর তান্ডব। জানা গেছে, লক্ষ্মীপুর জেলার দ্রপাং গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। রবিবার ভোর রাতে নারায়নপুর থানার অন্তর্গত অসোম অরুণাচল সীমান্তের দ্রপাং গ্রামে আচমকা প্রবেশ করে বুনো হাতীর দল। এরপর রুদ্র মূর্তি ধারণ করে। জমা করে রাখা শস্য থাকা ঘর ঘহুলোকে গুড়িয়ে দেয়। এরপর গ্রামের লোকজনেরা বুনো হাতীর দলটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যদিও বিফল হয়। হাতীর দলটির সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনা গ্রামবাসী। বুনোহাতির দলটির সম্নে পড়ে দিম্বেস্বর ফুখন নামের পঞ্চাশ উর্ধের ব্যাক্তির মৃত্যু হয়। উল্লেখ্য এই সম্পর্কে বন বিভাগীয় আধিকারিকদের দারস্ত হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু কোনো গুরত্ব না দেওয়ায় এ হেন হঘটনার সূত্রপাত।