News দিগন্ত বার্তা: ১) (খাদ্য সাথী) রেশন কার্ডের যাবতীয় কাজ হবে। যেমন: নতুন রেশন কার্ড ও রেশন কার্ডের কোন ভুল সংশোধন।
২) স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সাথী কার্ড।
৩) প্রতিবন্ধী সার্টিফিকেট।
৪) Sc ও St সার্টিফিকেটের জন্য আবেদন।
৫) তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন।
৬) ছাত্র-ছাত্রীদের মেধাশ্রী প্রকল্পে আবেদন।
৭) শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন।
৮) জয় জোহার প্রকল্পে নতুন আবেদন। প্রতি মাসে এই প্রকল্প থেকে ১০০০ টাকা উপভোক্তারা পাবেন।
৯) কন্যাশ্রী প্রকল্প আবেদন।
১০) রুপশ্রী প্রকল্প। এই প্রকল্প থেকে বিবাহিত মেয়েদের এককালীন সহায়তা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
১১) মানবিক প্রকল্প। যা প্রতিবন্ধী ভাতা নামেও পরিচিত, এই প্রকল্প থেকে প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন উপভোক্তারা।
১২) রাজ্য সরকারের জনপ্রিয় মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
১৩) বিধবা ভাতা।
১৪) বার্ধক্য ভাতা।
১৫) কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবে রাজ্যের কৃষকেরা। প্রতিবছর সর্বোচ্চ দুটি কিস্তিতে মোট ১০ হাজার টাকা করে সহায়তা পাবেন উপযুক্ত উপভোক্তারা।
১৬) KCC প্রকল্পে আবেদন। এটি একটি লোন প্রকল্প যার সম্পূর্ণ নাম কিষান ক্রেডিট কার্ড।
১৭) কৃষি অবকাঠামো তহবিলে আবেদন। (Agriculture Infrastructure Fund- Receipt, process and issue of Sanctions against individual applications)
১৮) বাংলা কৃষি সেচ যোজনা (BKSY) এর অধীনে ড্রিপ এবং স্প্রিংকলার সেচের জন্য আর্থিক সহায়তার আবেদন এবং অনুমোদন।
১৯) খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন।
২০) ঐক্যশ্রী প্রকল্পে আবেদন ছাত্র-ছাত্রীদের।
২২) স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন। ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা ছাত্র- ছাত্রীদের।
২৩) ব্যাংক সংক্রান্ত সহায়তা যেমন- নতুন একাউন্ট খোলা ও আধার লিংক অ্যাকাউন্টের সাথে করা।
২৪) আঁধার কার্ড সংক্রান্ত সুবিধা।
২৫) জমির মিউটেশন সংক্রান্ত সুবিধা ও ছোট-খাটো ভুল সংশোধন।
২৬) পাট্টার জন্য আবেদন।
শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন।
২৭) পরিযায়ী শ্রমিকদের আবেদন।
২৮) জেলেদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর নতুন আবেদন।
২৯) মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন।
৩০) কেসিসি প্রাণী পালনে।
৩১) কারিগর ও তাঁতি নিবন্ধন।
৩২) “UDHYAM” পোর্টাল” এ নিবন্ধন।
৩৩) ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন।
৩৪) SHG ক্রেডিট লিংকেজ। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেল্ফ হেল্প গ্রুপের যাবতীয় কাজ।
৩৫) ৫০ শতাংশ ছাড়ে বকেয়া বিদ্যুৎ বিল জমা।
৩৬) নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন।
৩৭) উদ্যানপালনের সমন্বিত উন্নয়নের মিশন (MIDH) / রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY) – আবেদনের প্রাপ্তি এবং প্রক্রিয়াকরণ।