বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: গ্রীষ্মের দাবদাহে মৃত্যু হল এক ভবঘুরে বৃদ্ধের। মৃতের বয়স আনুমানিক ষাট বছর। ঘটনাটি হুগলী স্টেশনের ঘটনা। স্থানীয় দোকানদারদের থেকে জানা যায়, বৃদ্ধ ভবঘুরে শনিবার থেকে হুগলী স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এসে বসেছিল। আগে কোনোদিন একে এখানে দেখা যায় নি। স্টেশনের দোকানদাররাই শনিবার দুপুরে ও রাতে শুকনো খাবার ও জল দিয়েছিল। রবিবার সকালেও একই জায়গায় বৃদ্ধ বসেছিল। এদিনও তাকে খাবার ও জল দেওয়া হলে সে খেতে চায়নি। দুপুর তিনটে নাগাদ ওই বৃদ্ধকে একই ভাবে বসে থাকতে দেখে প্লাটফর্মে থাকা দোকানদারদের সন্দেহ হয়। তারা স্টেশন মাষ্টারকে খবর দিলে তৎক্ষণাৎ স্টেশন মাষ্টার ঘটনাস্থলে আসে। আসে জিআরপি কর্মীরাও। একজন চিকিৎসকেও ডাকা হয়। চিকিৎসক এসে পরীক্ষা করে বৃদ্ধকে মৃত ঘোষনা করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোক থেকেই বৃদ্ধ ভবঘুরের মৃত্যু হয়েছে। প্রশঙ্গত উল্লেখ্য কয়েক দিন ধরেই গরমে মানুষের নাজেহাল অবস্থা। বিশিষ্ট চিকিৎসকগন সবাইকে সতর্কতার সাথে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।