নিজস্ব সংবাদদাতা, পেট্রাপোল : স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে এলপিএআই এর পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন এলপিএআই এর পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর পাশাপাশি ভারত বাংলাদেশের যাত্রীদের জন্য ২৫০ সিটের নতুন একটি যাত্রী প্রতীক্ষালয় ভবনের উদ্বোধন করেন শান্তনু ঠাকুর।
স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আসমুদ্র হিমাচলে সমগ্র ভারত মায়ের ভূখণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই মত ভারত বাংলাদেশ সীমান্তেও জাতীয় পতাকা উত্তোলিত হলো এবং পেট্রোল সীমান্তে ভারত বাংলাদেশের যাত্রীদের জন্য একটি নতুন যাত্রী প্রতীক্ষালয় ভবনের উদ্বোধন করা হলো এই মহতী দিনে এই ভবনটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।