বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভুত পঁচিশটি দোকান। ঘটনাটি হুগলীর ডানকুনির দক্ষিনপল্লী এলাকার রেল ব্রীজের নীচে। স্থানীয়সূত্রে জানা যায়, এদিন সকালে সারে সাতটা নাগাদ এক দোকানদার একটা দোকান থেকে সামান্য ধোঁয়া বেরোতে দেখে। কিচ্ছুক্ষনের মধ্যেই সেই স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ধোঁয়ার ঢেকে যায় এলাকা। স্থানীয়রা দেখা মাত্র নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে তৎক্ষনাৎ উপস্থিত হয় ডানকুনি থানার পুলিশ। উপস্থিত হন ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান প্রকাশ সাহা। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
দমকল আধিকারিক সৌমিত্র হালদার বলেন, দোকানদারদের কাছে কোন বৈধ অনুমতি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলোনা। আগুন সম্পূর্ণ নেভানোর পরই তদন্ত করে জানা যাবে কিভাবে আগুন লেগেছে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে পঁচিশটি দোকান। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় এক দোকানদার বলেন, এলাকার কয়েকজন বেকার, গরীব লোক এখানে দোকান করে তাদের রুজি রোজগার চালাচ্ছিল। আগুনে মালপত্র সমেত দোকানগুলো পুড়ে গিয়ে দোকান মালিকরা একেবারে নিঃস্ব হয়ে গেল। কি ভাবে তারা সংসার চালাবে এটাই চিন্তার বিষয়। উপপৌরপ্রধান প্রকাশ সাহা বলেন, দোকান মালিকরা সকলেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই দোকানগুলো থেকেই ওদের রোজগার ছিল। তবে দোকান মালিকদের আরও সর্তকতা অবলম্বন করা উচিৎ ছিল। পৌরসভায় আলোচনার পর দোকানদারদের ক্ষতিপুরণের বিষয়টা ভেবে দেখা হবে। সর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রশাসনিক সূত্রে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর নেই।