Sunday, April 20, 2025
Ad

“অভয়া”র হত‍্যাকারীর ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলী: আর জি কর কান্ডে “অভয়ার” হত‍্যাকারীর ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের নির্দেশে রাজ‍্য জুড়ে শনিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চুঁচুড়াতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই কর্মসূচি পালন করা হয়। এদিন তোলাফটক থেকে মিছিল করে ঘড়ির মোড় পযর্ন্ত এসে অবস্থান বিক্ষোভ করেন অসিত মজুমদার সহ বিশিষ্ট ব‍্যাক্তি ও দলীয় সমর্থকরা।

প্রশঙ্গত উল্লেখ‍্য গত ৯ই অগাস্ট আর জি কর হাসপাতালে মধ‍্যরাতে পড়ুয়া তরুণী চিকিৎসক “অভয়া”কে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস ভাবে হত‍্যা করা হয়। পরদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয় হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে। এই ঘটনায় রাজ‍্য, দেশ সহ গোটা বিশ্ব ক্ষোভে ফেটে পরে। শুরু হয় দেশ তথা বিশ্ব জুড়ে আন্দোলন। প্রতিবাদে মুখর হয়ে উঠে শিল্পী, ছাত্র ছাত্রী, স্বাস্থ্য কর্মী চিকিৎসক সহ আপামর জনসাধারণ।

ঘটনার তদন্তে নামে রাজ‍্য পুলিশ। গ্রেফতার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে। পরে পুলিশের হাত থেকে তদন্ত ভার যায় সি আই ডির হাতে। কিন্তু এখনও তদন্তের কোনো কিনারা হয় নি। এরই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। এই প্রশঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নির্দেশ দিয়েছেন, ভারতবর্ষে কঠোর আইন আনতে হবে। যে আইনে কয়েকদিনের মধ‍্যেই দোষীদের সনাক্ত করে, বিচার শেষ করতে হবে। এবং ফাঁসি দিতে হবে। কুঁড়ি দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত সি বি আই কেসের কোনো কিনারা করতে পারেনি। তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ বলে জানালেন অসিত মজুমদার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article