বন্দনা ভট্টাচার্য, হুগলি: আর জি কর কান্ডের বিচার চেয়ে এবং নারী সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের কার্যালয় ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। হুগলীর চুঁচুড়াতে এই অভিযান কর্মসূচি পালন করেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকগন। সোমবার হুগলির তিন নম্বর গেট কাপাসডাঙ্গা কার্যালয়ের সামনে থেকে দুপুরে জেলা শাসকের কার্যালয় ঘেরাও করার উদ্যেশ্যে মিছিল শুরু করে। দলীয় কর্মী সমর্থকদের সাথে মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলী জেলা সভাপতি তুষার মজুমদার, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক সহ অন্যান্য নেতৃত্ব। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে মিছিল আটকাতে পুলিশ প্রস্তুত ছিল। আগে থেকেই ঘড়ির মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘিরে রাখে গোটা রাস্তা।
মিছিল জোড় করে এগোনোর চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে এগোনো সম্ভব হয়নি। তাই ঘড়ির মোড়েই বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। এরপরেই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। একজন মহিলা সমর্থককে পুলিশের দিকে জুতো দেখাতেও লক্ষ করা যায়। এই প্রশঙ্গে দীপাঞ্জন গুহ বলেন, বিজেপি শান্তিপূর্ণ মিছিল করছিল। কিন্তু পুলিশের আচরণ অত্যন্ত খারাপ ছিল। মিছিলে থাকা মহিলা কর্মীদের লাঠি দিয়ে গুঁতো দিয়েছে। তার সাথে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছে। একজন মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ করতে এসে মহিলা সমর্থকরা যে ভাবে পুলিশের হাতে নিগৃত হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়।