নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা : উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর আখবাজারের মা রাসমণি মার্কেটে পাঁচটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগেছে, বৃহস্পতিবার সকালে মার্কেটের দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মার্কেটের মধ্যে তিনটি ওষুধের দোকান, একটি জামা কাপড়ের দোকান ও একটি টেলার্সের দোকানের শাটার খোলা। দোকানের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। খোয়া গিয়েছে ক্যাশবাক্সে থাকা টাকা। যদিও টাকার পরিমাণ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।
দোকানদারেরা জানিয়েছেন, চোর মার্কেটের ছাদ দিয়ে উঠে মার্কেটের গ্রিলের তালা ভেঙে মার্কেটের মধ্যে ঢুকেছে এবং দোকানের সাটারের তালা ভেঙে দোকানের মধ্যে ঢুকে লুটপাট চালিয়েছে। জামা কাপড়ের দোকান থেকে বেশকিছু জামাকাপড়ও নিয়ে গিয়েছে সঙ্গে নিয়ে গিয়েছে ক্যাশবাক্সে থাকা টাকাও।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর বাজার এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।