Thursday, October 23, 2025
Ad

টেট দুর্নীতি হল কেন বঙ্কিম হাজরা জবাব দাও : পোস্টার সাগরে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

এবার টেট দুর্নীতির পোস্টার পড়লো সাগরে।

নিজস্ব সংবাদদাতা, সাগর : তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের (‌জিবিডিএ)‌ ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র ওরফে জিকোর নামে টেট দুর্নীতিতে কোটি কোটি টাকা তোলার অভিযোগ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। বৃহস্পতিবার সকাল থেকে সাগর ব্লকের রুদ্রনগর, মন্দিরতলা, খুঁদিগুড়িয়া সহ একাধিক এলাকার দোকান ও বাড়ির দেওয়ালে রঙিন এই পোস্টার দেখতে পাওয়া যায়। এই পোস্টারে লেখা আছে ‘‌সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার অনুপ্রেরণায় জেলা পরিষদ সদস্য সন্দীপ পাত্র ও তপন পাড়িয়া টেট দুর্নীতিতে মিডিলম্যান হিসেবে সাগর বিধানসভা থেকে কোটি কোটি টাকা তুলে বেপাত্তা। শিক্ষা নিয়ে সাগরে কোটি কোটি টাকা দুর্নীতি হল কেন বঙ্কিম হাজরা জবাব চাই, জবাব দাও।’‌ সৌজন্যে সাগরদ্বীপবাসী।

তবে বেলা বাড়লে দেওয়ালের গায়ে সাঁটানো পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া হয়। এই পোস্টার ঘিরে বিরোধী সিপিএম ও বিজেপি সরাসরি চাকরি দুর্নীতি নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে। এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সন্দীপকে সরাসরি টেট দুর্নীতিতে জড়িত বলেও অভিযোগ করা হয়েছে। সন্দীপ পাত্র পোস্টার পড়ার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন বিরোধীরা কুৎসা অপপ্রচার করছে। এই পোস্টারে সরাসরি কারও নাম নেই। সাগরের বিধায়ক তথা মন্ত্রী বলেন,‘‌ পোস্টার আমি দেখিনি। তবে ফেসবুকে দেখেছি। এটা মিথ্যা। সন্দীপ ও তপন এরসঙ্গে যুক্ত কি না আমি বলতে পারব না। এটা ভোটের স্লোগান।’‌

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article