Tuesday, September 2, 2025
Ad

রাতের অন্ধকারে ভয়াবহ চুরি, ঘুম উড়েছে এলাকা বাসীর।

Must read

প্রীতম সাধুখাঁ, মির্জাপুর : এলাকার একাধিক সি সি টিভি ক‍্যামেরা ভেঙ্গে জুয়েলারী দোকানের  স‍্যাটার কেটে চুরীর ঘটনায় চাঞ্চল‍্য ছড়াল সিঙ্গুরের মির্জাপুর -বাঁকিপুর এলাকায়।যদিও একটি সি সি টি ভি  ক‍্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে ।দোকান মালিকের দাবি শুক্রবার মধ‍্যরাত প্রায় দেড় ঘন্টা ধরে ৪-৫জনের দুঃস্কৃতি অপরাশেন চালায় দোকানে। অন‍্যদিকে গত কয়েকদিন ধরে এলাকায় একের পর এক চুরি ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দোকান মালিকের দেওয়া সি সি টিভি ক‍্যামেরার ভিডিও তে  দেখা যাচ্ছে চার পাঁচ জনের দুষ্কৃতি ভারি কিছু জিনিস দিয়ে রাস্তার ধারে একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। প্রায় দেড় ঘন্টার অপারেশনে দোকানের  শাটার কেটে কাঁচ ভেঙে শোকেস থেকে বিভিন্ন গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।
ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সাথেই দোকান সিঙ্গুরের মির্জাপুর গ্রামের বাসিন্দা চরণ হালদারের। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে এই ঘটনায় হতবাক ব্যবসায়ী।


দোকানের মালিক চরন হালদার জানান, সকালে উঠে দেখি তালা ভাঙা, স‍্যাটার খোলা। তখন ভয় লেখে গেছে ।  তারপর বাইরে এসে দেখি এই ঘটনা।  সি সি টিভি খুলে দেখি ১.১৫ থেকে ৩টে অবধি এই ঘটনা ঘটেছে।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

ব‍্যবসায়ীর মামা রবীন কর্মকার বলেন, গতকাল রাতে বৃষ্টির জন‍্য ৮.৩০ মিনিটে দোকান বন্ধ করে  দেওয়া হয়। আজ সকাল ৬টায় ঘটনার কথা জানতে পারি। এখানে এসে দেখি দোকানের সমস্ত ক‍্যামেরা ঘুরিয়ে দেওয়া। কিন্তু একটা ক‍্যামেরায় ঘটনার ছবি ধরা পড়েছে। আজ পুলিশ এসেছিল। দেখে গেছে। শোকেসে যা কিছু ছিল কাঁচ ভেঙে সোনা, রূপো সব কঞ্চি দিয়ে বার করে নিয়ে গেছে।


অন্যদিকে এলাকায় গত কয়েক দিন ধরে একাধিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মির্জাপুর বাকিপুর গ্রামের স্থানীয় এক ব্যবসায়ী গোঁরাচাদ হালদার এর দাবি, এই এলাকায় গত কয়েকদিন ধরে প্র‍ত‍্যক দিন চুরি হচ্ছে। তাই আমরা আতঙ্কে আছি। আমরা চাইছি পুলিশ যাতে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেয়।
তাছাড়া এলাকায় অনেকদিন ধরে অনেক অচেনা মানুষ ভাড়াটিয়া হিসাবে আসছে। কিন্তু তাদের কি পরিচয় আমরা কেউ জানি না। তাই এসব ভাড়াটিয়ার ও আইডেন্টিটিফাই  হওয়া উচিত। ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article