Wednesday, October 22, 2025
Ad

আচমকা ধর্মনগর সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বিশ্বজিৎ দে, ত্রিপুরা : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বুধবার ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনে মুখ্যমন্ত্ৰী হাসপাতালের মেডিসিন ওয়ার্ড, অপারেশন থিয়েটার সহ অন্যান্য পরিষেবাগুলির পর্যবেক্ষণ করেন।

হাসপাতালের রোগীদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন এবং হাসপাতালে রোগীরা যথাযথ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়েও খোঁজখবর নেন।

মুখ্যমন্ত্রী হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের যথাযথ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা.) মানিক সাহা আজ ধর্মনগর সফরে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ধর্মনগর মহকুমার যোজনায় ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের চন্দ্রপুর গ্রামে দুটি নবনির্মিত ঘরের পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের বিভিন্ন পরিষেবাগুলি সঠিকভাবে পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।

এদিন মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন প্রদ্যৎ দে সরকার প্রমুখ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article