নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: রবিবার নদীয়ার শান্তিপুরে বিজেপি নেতা সুকান্ত মজুমদার পথ দুর্ঘটনার সম্মুখীন হয়। জানা যায়, সুকান্ত মজুমদার ধুবুলিয়া যাচ্ছিলেন একটি দলীয় কর্মসূচিতে, পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চেপে দেয়। ফলে কনভয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদার এর গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তারও কিছুটা আঘাত লাগে লাগে। অন্যদিকে চালক কে গুরুতর অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ক্ষতিগ্স্থ গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতির জন্য। দলের জরুরী সভা থাকার কারণে সুকান্ত মজুমদার যখম অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে।
অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছান ঘটনাস্থলে। এবং তাদের তৎপরতাতেই দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি রাখা এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সভাবতই এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় ব্যাপকচাঞ্চল্য ছড়ায়।