আন্তর্জাতিক অহিংসা দিবস উৎযাপন ডায়মন্ড হারবারে।
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিন উপলক্ষে ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মেঘনা ভবনে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিন ও আন্তর্জাতিক অহিংসা দিবস ২০২৩ উৎযাপন করা হয়। রাজ্যের সকল জায়গার পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারেও বিভিন্ন সামাজিক শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়, পশ্চিমবঙ্গ সরকার শিশু কিশোর আকাদেমি তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার মেঘনা ভবনে। এদিন মেঘনা ভবনে এলাকার স্কুলের প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে এই বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত ছিলেন পৌরসভার অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সরকারি আধিকারিক গন