বাংলায় SSC তে অবাঙালিদের ভিড়।
নিজস্ব সংবাদদাতা, হুগলি: ৯ বছর পরে আজ ৭ তারিখ ও ১৪ তারিখ আবার হতে চলেছে SSC। জানাগেছে, ৩৫ লক্ষের বেশি পরীক্ষা দিল আজকে। তবে এর মধ্যে ভিন রাজ্য থেকে অনেক পরীক্ষার্থী এসেছে। কেউ এসেছেন প্রয়াগরাজ থেকে, তো কেউ বারাণসী। রবিবার রাজ্যের এসএসসি পরীক্ষা দিতে ভিনরাজ্যে থেকে ভিড় করেছেন বিপুল সংখ্যক পরীক্ষার্থী। সকাল থেকে ছিল পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে পরীক্ষার্থীদের ভিড়। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেল কেউ কেউ শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। এসএসসি পরীক্ষার নবম ও দশম পরীক্ষার আগে এমনটাই দেখা গেল এসএসসির পরীক্ষা কেন্দ্র ব্যান্ডেল হুগলি গার্লস হাই স্কুলেও। বাংলা ছাড়াও বিহার থেকেও পরীক্ষার্থী এসেছেন এখানে।
বাংলায় এবার ‘স্বচ্ছ’ হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, এমনটাই বিশ্বাস তাঁদের। আশায় বুক বেঁধে রাজ্যের বুথে বুথে তাই উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের পরীক্ষার্থীরা। নিজেদের রাজ্য ছেড়ে পরীক্ষা দিতে বাংলায় কেন? বাংলায় এসএসসি দিতে আসা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের পরীক্ষার্থীদের কথায়, ‘আমাদের রাজ্যে ৫ বছর পরীক্ষা হয় না, কোনও ভ্যাকেন্সি নেই। এখানে পরীক্ষার সুযোগ পাচ্ছি তাই চেষ্টা করে দেখতে চাই।” এসএসসি নবম দশম পরীক্ষা দিতে উত্তরপ্রদেশের বারানসি, গোরখপুর থেকে বাসন্তী দেবী কলেজে এসেছেন বহু পরীক্ষার্থী। তাঁদের মুখেও সেই একই কথা, “পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে, সেখানে কোনও ভ্যাকেন্সি নেই এই কারণেই পরীক্ষা দিতে আসা।”