Monday, October 20, 2025
Ad

বিসর্জনের বিশেষ শোভাযাত্রা কুলপিতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

পুজোর কার্নিভাল ২০২২

নিজস্ব প্রতিনিধি, কুলপি : এবছর বাংলায় নবতম সংযোজন হল জেলায় জেলায় দুর্গা কার্নিভাল। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত ৭ই অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে আয়োজিত হলো দুর্গা কার্নিভাল। এখানে এইদিন ২৪ টি পুজো কমিটি অনুমোদন পেলেও ২১টি এই কার্নিভালে অংশ নেয়।

আলিপুর সদর, নোদাখালি দূর্গা পূজা কমিটি। ফলতা, বটতলা আমরা সবাই। কুলপি, রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব। কুলপি পুরাতন বাজার পূজা কমিটি। কুলপি থানা অধিবাসীবৃন্দ। কুলপি ব্লক সার্বজনীন দুর্গোৎসব। কুলপি গোপালনগর সর্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা কমিটি। বারুইপুর পিয়ারা বাগান উজ্জ্বল সংঘ। বারুইপুর, হরিনাভি চক্রবর্তী পাড়া। বারুইপুর ধামাইতলা যুক্ত কমিটি। বারুইপুর চৌহাটি মানিকপুর বালক সংঘ শারদীয়া দুর্গোৎসব কমিটি। ডায়মন্ড হারবার নেতাজি সংঘ। ডায়মন্ড হারবার, মশাট অঞ্চল সম্প্রীতির দুর্গোৎসব কমিটি। ফলতা, বঙ্গনগর আমরা সবাই। ফলতা, রামঘরহাট মহিলা পূজা কমিটি।মন্দিরবাজার, উল্লোন সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মগরাহাট ১, ঘটকপুর দেউলার মোড় সার্বজনীন দুর্গোৎসব। মগরাহাট ২, মুলটি আশাবাহানি যুব সংঘ। মগরাহাট২, ধামুয়া কেশব বান্ধব সমিতি। রায়দিঘি, কাশিনগর শরৎ উদযাপন কমিটি। ডায়মন্ড হারবার, আশাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি।

জেলার বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো উৎসবের আয়োজকরা তাদের বিশেষ নৃত্য ও বাদ্যের মধ্য দিয়ে এই দিনের কার্নিভালকে সফল করে তোলেন। এদিনের কার্নিভালে উপস্হিত ছিলেন জেলা শাসক সুমীত গুপ্তা, উপ সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র সহ জেলার একাধিক বিধায়ক। এবং তিন পুলিশ জেলার এসপি অতিরিক্ত এসপি সহ উচ্চ পদাধিকারীগন। ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এসডিও বিডিও গন।

এদিনের কার্নিভালকে ঘিরে স্হানীয় মানুষের উৎসাহ ছিল দেখার মতো। বহু মানুষ নির্দিষ্ট সময়ের আগেই ভিড় জমায়।যেখানে বিকাল সাড়ে চারটায় এই কার্নিভাল শুরু হয় – চলে প্রায় ঘন্টা দুয়েক। এদিন নিরাপত্তার ব্যবস্হা ছিল নজর কাড়া। জেলা পুলিশের তৎপরতার সাথে সাথে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তুলতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। এদিন দুর্গা কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের অনেককেই দেখা গেছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার করতে।যদিও তাতে অনুষ্ঠানের তাল এতটুকু কাটেনি বরং এই ধরনের শোভাযাত্রা এই প্রথম বলে মানুষের ঢল ছিল দেখার মতো।এদিনের অনুষ্ঠানে আশ্চর্যজনক ভাবে মঞ্চে জেলা সভাধিপতি সামিমা শেখ ও মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরাকে দেখা যায়নি।

দুর্গাপুজোকে ইউনেস্কো-র ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ-এর স্বীকৃতি ও শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমা গুলির বিসর্জন উপলক্ষে দুর্গাপূজা কার্নিভালের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article