Sunday, August 31, 2025
Ad

বাংলা ভাষায় কথা বলায় বাংলাতেই কাজ হারালেন কয়েকজন শ্রমিক।

Must read

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: বঙ্গেও ঠাঁই নেই বাঙালি শ্রমিকের। এমন নির্লজ্জ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। জানা যাচ্ছে, ভাঙড়ের একটি জুতো প্রস্তুতকারক সংস্থার হিন্দিভাষী ম্যানেজার বাংলায় কথা বলার অপরাধে বেশ কিছু শ্রমিককে কাছ থেকে বের করে দিয়েছেন। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। গত কয়েক মাস ধরে হরিয়ানা, ওড়িশা, দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলাভাষীদের আক্রান্ত ও হেনস্তা হওয়ার একের পর এক অভিযোগ সামনে এসেছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দিয়ে কাজ থেকে বের করে দেওয়া, শারীরিক হেনস্থা, থানায় আটকে রাখার মত বহু ঘটনা ঘটেছে। তবে খোদ কলকাতার কাছে অবস্থিত ভাঙড়ে এমন ঘটনা ঘটবে তা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি।

স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বুকে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এর প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের ওই নামি জুতো প্রস্তুতকারক সংস্থায় ম্যানেজার হিসেবে নতুন যোগ দিয়েছেন অজয় শ্রীবাস্তব। ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন ওই জুতো কারখানার নতুন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার পরই শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি বাঙালি শ্রমিকদের বাদ দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি বলেছেন বলে অভিযোগ। স্পষ্ট জানান, ‘এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা হবে না।’ এমনকি একাধিক শ্রমিককে কারখানা থেকে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article