Sunday, October 19, 2025
Ad

সুন্দরবনে পৌঁছল ইস্ট্রার্ন ফ্রন্টিয়ার রাইফেলের জওয়ানরা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কাকদ্বীপে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর।

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের টানাপোড়েনের মাঝে সুন্দরবন পুলিশ জেলাতে পৌঁছল ইস্ট্রার্ন ফ্রন্টিয়ার রাইফেলের জওয়ানরা৷ এই পুলিশ জেলার প্রতিটি থানায় দশজন করে জওয়ান পাঠানো হয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ থানা এলাকায় রাজ্য পুলিশের সঙ্গে এই জওয়ানদেরও রুটমার্চ করতে দেখা গেল। কাকদ্বীপ বাজার থেকে শুরু করে প্রায় পাঁচ কিমি পথ রুটমার্চ করে। এদিনের এই রুটমার্চের নেতৃত্বে ছিলেন কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article