Wednesday, September 3, 2025
Ad

দ: ২৪ পরগনায় সিত্রাং অবস্থার রিপোর্ট।

Must read

(24/10/2022, সোমবার)

 ১) প্রকল্পিত ঘূর্ণিঝড় অনুযায়ী দুর্বল ব্লক : সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, কুলতলি ও গোসাবা।

 ২) NDRF : ৪ টি দলঃ সাগর, কাকদ্বীপ, কুলতলী ও গোসাবা।

৩) SDRF : ৩টি দল: ক্যানিং, সাগর (ঘোড়ামারা) ও নামখানা (মৌশুনি দ্বীপ)।

৪) CDVs এবং Apada Mitra স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে : সিডিভি: ৫২৫, অপদা মিত্র: ১০০।

৫) স্যাটেলাইট ফোন : ১০নং

৬) লাইভ নজরদারি ক্যামেরা ইনস্টল করা : ৫নং, লট নং ৮ এলসিটি জেটি ঘাট ও বাস্ট স্ট্যান্ড, নামখানা ও বকখালী, সাগর।

৭) উচ্ছেদ করা হয়েছে : সাগর: ৩৭৭৫, নামখানা: ৩৫৮২, কাকদ্বীপ: ৩৬৩৩, কুলতলী: ২৯৭৫, মথুরাপুর-২: ১৭২৫, বাসন্তী: ১৫৫৪, গোসাবা: ৩৫৫৬, পাথরপ্রতিমা: ২৬৫৭।মোট উচ্ছেদ: ২৩,৪৫৭। ত্রাণ শিবির খোলা: ২৯৫টি

৮) বর্তমান অবস্থা : গোসাবা, পাথরপতিমা, কুলতলী ও বাসন্তীতে মৃদু বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি। সারা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে মেঘলা আবহাওয়া। জোয়ার নেই।কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article