Monday, October 20, 2025
Ad

রিষড়ায় গুলি চালানোর ঘটনায় মুল পান্ডা সহ গ্রেফতার তিন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: ১৮ই জানুয়ারি হুগলীর রিষড়ায় গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত সহ তিন দুস্কৃতিকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রিষড়া থানায় এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর পুলিশ কমিশনারেটের সদ‍্য ভারপ্রাপ্ত ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, এলাকা দখল নিয়ে এদের মধ‍্যে পুরোনো শত্রুতা ছিল। তারই জেরে দীপককে গুলি করা হয়েছিল। এর পরই ঘটনার তদন্ত শুরু করে রিষড়া থানার পুলিশ। তদন্তে নেমে স্থানীয় সিসি টিভি ফুটেজ দেখে জয় কুমার রাম (২৭), রোহিত সাউ (২৯), সুরজ কুমার সাউ (৩০) এ তিন জনকে গ্রেফতার করা হয়। তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না মূল অভিযুক্ত প্রদ‍্যুম্নসার। অবশেষে খোঁজ পেয়ে বুধবার পাটনা থেকে প্রদ‍্যুম্নকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে তেরো দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় চার অভিযুক্তকে।

গত আঠারোই জানুয়ারি রাতে রিষড়ার গোসাই বাগান এলাকায় দীপক জয়সোয়াল নামে চব্বিশ বছরের এক যুবককে গুলি করে পালিয়ে যায় এই চার দুস্কৃতি। দীপককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসি টিভি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে এসিপি শুভঙ্কর বিশ্বাস এবং আই সি সঞ্জয় সরকারও উপস্থিত ছিলেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article