Monday, October 20, 2025
Ad

শান্তি প্রসাদ সিনহাকে সোমবার পর্যন্ত হেফাজতে নিল ইডি।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: নিয়োগ দুর্নীতি মমলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সোমবার পযর্ন্ত হেফাজতে নিল ইডি। এই মামলায় গ্রেফতার করা হয় তাকে। ২০২২ সালের আগষ্ট মাসে শান্তি প্রসদ সিনহাকে গ্রেফতার করে সিবিআই। সেই সময় চঞ্চাশ লক্ষ নগদ টাকা, দেড় কিলো সোনা ও একাধিক নথি উদ্ধার করা হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন‍্যতম মাধ‍্যম প্রসন্ন কুমার রায়ের সাথে শান্তি প্রসাদের সরাসরি যোগাযোগ রয়েছে, এমনই তথ‍্য প্রমাণের ভিত্তিতেই শান্তি প্রসাদকে গ্রেফতার করে সিবিআই। শুরু হয় এই বিষয়ে তদন্ত। নিয়োগ দুর্নীতির টাকা শান্তি প্রসাদের মাধ‍্যমেই বিভিন্ন জায়গায় পৌছে যেত বলে তদন্তে উঠে এসেছে।

গত সোমবার জেল থেকে তাকে হেফাজতে নেয় ইডি। বুধবার আদালতে তোলা হলে, তদন্তের স্বার্থে বিচারপতি শান্তি প্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। এরমধ‍্যেই সিবিআই সন্তোষপুরে শান্তি প্রসাদ সিনহার ফ্ল‍্যাটে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে নগদ টাকা, কিছু নথি এবং দেড় হাজার চাকরি প্রার্থীর নামের তালিকা ও কিছু সম্পত্তি সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছে। সেই নথিপত্রে শান্তি প্রসাদ ও তার স্ত্রীর নাম পাওয়া গেছে। শান্তি প্রসাদ সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন জানালে, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এই বিষয়ে তদন্তের স্বার্থে শান্তি প্রসাদকে ইডি হেফাজতে নিয়েছে বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article