প্রীতম সাধুখাঁ, তারকেশ্বর : তারকেশ্বরে শুভেন্দুর মিছিল চলাকালীন মহিলা তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখান। মিছিলে ঢিল ছোড়ার অভিযোগও ওঠে, পাল্টা বিজেপি কর্মীরাও ঢিল ছোড়ে। ফলে শুভেন্দুর মিছিল ঘিরে হুলুস্থুলু পরিস্থিতি হয়ে ওঠে।
জানাগেছে, মিছিল চলাকালীন কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এবং ঢিল ছোড়াও হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপি কর্মীরাও ঢিল ছোড়ে। ঢিলের আঘাতে বেশ কয়েক জন মহিলা তৃণমুল কর্মী আহত হন। তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢিলের আঘাতে আহত হন কয়েকজন সাংবাদিকও। তাদেরকেও চিকিৎসা করানো হয় তারকেশ্বর হাসপাতালে।