Monday, October 20, 2025
Ad

পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার বাসন্তীতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

গ্রেফতার ২, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার বাসন্তীতে। একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার কলাহাজরা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৭টি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানারপুলিশ।

শুক্রবার রাতে গোপন সূত্রে তথ্য পেয়ে পুলিশের একটি দল বাসন্তী থানার রামচন্দ্রখালী অঞ্চলের ছোটকালহাজরা তেতুলতলা গ্রামে অভিযান চালায়। এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মতলেপ পুরকাইত (৪৬) ও জয়নাল মোল্লা (২৭) উভয়ই ছোটকালহাজরা তেতুলতলার বাসিন্দা।

পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত ৭টি ইম্প্রোভাইজড পাইপগান (লং আর্মস) এবং বিপুল সংখ্যক সরঞ্জাম ও সরঞ্জাম উদ্ধার করেছে।
এসআই সোমনাথ সাহার অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বাসন্তী থানায়।
জানাগেছে, মতলেপ পুরকাইতকে আগে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল, যখন তিনি অবৈধ অস্ত্র কারখানা চালাচ্ছিলেন যা বাসন্তী থানায় মামলা হয়। অস্ত্র আইনের সাথে সম্পর্কিত অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য মতলেবকে গ্রেপ্তার করা হয়েছিল সেসময়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article