সান্তনু টিকাদার, বনগাঁ : সোমবার রাতে বনগাঁ সাহাপাড়া এলাকার বন্ধ ঘর থেকে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এলাকা সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির ছেলে কর্মসূত্রে বনগাঁর বাইরে থাকেন এবং এই বৃদ্ধ একাই থাকেন বনগাঁর বাড়িতে , বনগাঁ চাপাবেড়িয়া এলাকায় একটি সাইকেলের দোকান আছে তার প্রতিদিনের মতো তিনি রবিবার রাতে খাওয়া-দাওয়া করে ঘরে শুতে যান তারপর সকালে আর কেউ লক্ষ করেনি আজ বিকেলের পরে তার সাড়া না পাওয়াই এলাকাবাসীর সন্দেহ হয় তখন পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ যায় এবং দরজা ভেঙে ঘরে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি বিছানায় চৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তারপর বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম দীপক দে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।