Wednesday, April 16, 2025
Ad

হুগলী গ্রামীণ পুলিশের উদ‍্যোগে “স্বাবলম্বী কোর্স”।

Must read

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: বর্তমানে প্রায়শই নারী নিগৃহের ঘটনা ঘটছে। আর জি কর সহ একাধিক মহিলার শারীরিক নির্যাতন ও খুনের মত মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ‍্যে। এই নারী নিগৃহ প্রতিহত করতে ও মহিলাদের আত্মরক্ষার্থে নারী সুরক্ষা নিয়ে এবার হুগলী গ্রামীন পুলিশের নয়া উদ‍্যোগ। হুগলী গ্রামীন পুলিশ ও চন্ডিতলা থানার যৌথ উদ‍্যোগে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন‍্য বিশেষ প্রশিক্ষন শিবিরের আয়োজন করা হয়েছে।।এই শিবিরে স্কুল ও কলেজের ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার জন‍্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে “স্বাবলম্বী কোর্স”। শনিবার “স্বাবলম্বী কোর্স” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলী গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আই সি জয়ন্ত পাল, এসডিপিও তমাল সরকার সহ অন‍্যান‍্য আধিকারিক গন। উপস্থিত ছিলেন গরলগাছা উচ্চ বালিকা বিদ‍্যালয় ও পশ্চিম তাজপুর দেবতা চরণ চট্টোপাধ্যায় উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ৭৫ জন ছাত্রী। সম্পূর্ন বিনা মূল‍্যে এই “স্বাবলম্বী কোর্স” এর মূল উদ‍্যেশ‍্যই হল মহিলাদের আত্মরক্ষা। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার করে মোট ২৪ টি ক্লাস হবে। পঠন পাঠন শেষে পরীক্ষা নেওয়া হবে। এবং সব শেষে একটি শংসাপত্র তুলে দেওয়া হবে ছাত্রীদের হাতে।

এই প্রশঙ্গে এক ছাত্রী জানালেন, চারিদিকে যেভাবে নারী নিগৃহের ঘটনা ঘটছে, তাতে মেয়েদের আত্মরক্ষা করাটা খুবই প্রয়োজনীয়। এই প্রশিক্ষণ শিবিরে আত্মরক্ষার সেই প্রশিক্ষণই দেওয়া হবে। এটা খুব ভালো উদ‍্যোগ। এই প্রশঙ্গে পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন, এই উদ‍্যোগটা জয়ন্ত পাল এবং তমাল সরকার নিয়েছেন। ক্লাস চলাকালীন তিনি না থাকলেও পরীক্ষা এবং শংসাপত্র দেওয়ার দিন তিনি অবশ‍্যই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এছাড়া এমন একটি উদ‍্যোগ নেওয়ার জন‍্য আই সি জয়ন্ত পাল এবং এসডিপিও তমাল সরকারকে ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article