নিজস্ব সংবাদদাতা, কুলপি : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠলো কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাশিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে।
টাকার দাবিতে মঙ্গলবার সমবায়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তারা। পুলিশ সমবায় কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হোন।
বিক্ষোভ কারীদের দাবি, তাদের নিজ নিজ গোষ্ঠীর টাকা তাদের না দিয়ে গোপনে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। কিছু মানুষের নজরে আসার পর তাদের গোপনে টাকা দেওয়া হয়েছে। বিষয়টি চাউর হওয়ার পর বাকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সমবায়ে খোঁজ নিতে এলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আবার সমবায় গোষ্ঠীর মহিলাদের টাকা তোলার ব্লাঙ্ক ফর্মে সই করিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলার এটিএম কার্ড ও গোপন নম্বর নিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায়ের বিরুদ্ধে।
স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, আমরা ২০১৬ সালে গোষ্ঠীর নামে একাউন্ট খুলেছিলাম। আমাদের অ্যাকাউন্টে সাবসিডি টাকা এসেছিল। টাকা দেওয়ার জন্য আমাদের ব্লাঙ্ক টাকা তোলা ফর্মে সই করে নেয়া হয়েছিল। ২০২০ সালে সেই টাকা তুলে নেওয়া হয়েছে। এতদিন বিষয়টি আমাদের নজরে আসে নি। জানতে পেরে আমরা সেই টাকা ফেরত চাই।
কাশিপুর তালতলার এক বাসিন্দা জানান, আমার মা আনোয়ারা গোষ্ঠীর সদস্য। মায়ের নামে এটিএম ও গোপন নম্বর সমবায় শাখা থেকে নিয়ে গেছে। মায়ের টাকা ছিল সেটা পাই নি। অনুরূপভাবে আমার বাবারও এটিএম কার্ড ও গোপন নম্বর ওরা নিয়ে গেছে। যদিও সমবায়ের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।