Thursday, October 23, 2025
Ad

মদ ভেবে কীটনাশক খেয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়া।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কীটনাশক খেয়ে অসুস্থ একাধিক।

নিজস্ব সংবাদদাতা, পাথরপ্রতিমা : মদ ভেবে কীটনাশক খেয়ে নেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল পাঁচ স্কুলপড়ুয়া। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার আই-‌প্লট কামদেবপুরে। প্রত্যেকেই কামদেবপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বলে জানা গেছে। এদের মধ্যে একজন রায়দিঘি হাসপাতালে চিকিৎসাধীন। চারজনকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে পিকনিক করার জন্য গ্রামের একটি ফাঁকা মাঠে জড়ো হয়। সেখানেই মদ্যপান করার জন্য পড়ুয়া মনোজ মাইতির বাড়িতে থাকা একটি মদের বোতল নিয়ে আসে। কিন্তু ওই বোতলে বাড়ির চাষের জন্য কীটনাশক রাখা ছিল। পড়ু্যারা বুঝতে না পেরে মদ ভেবে কীটনাশক খেয়ে ফেলে। খাওয়ার পর থেকেই পড়ু্যারা বমি করতে শুরু করে।

জানাজানি হতে তাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে। পরে অবস্থার অবনতি হওয়ায় আনা হয় হাসপাতালে। রবিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সুমন গায়েন (১২) এর মৃত্যু হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article