কোথায় চালু হল ১ টাকার পাঠশালা? A school for one rupee
নিজস্ব প্রতিনিধি, কুলতলী: দক্ষিণ ২৪ পরগনা জেলার জিবনতলা থানার অন্তর্গত গৌড়দহ স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবারে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন অভিনেত্রী পায়েল সরকার। এই এক টাকার পাঠশালা টি। যেখানে প্রতিটি ছাত্র ছাত্রী কে দিতে হবে মাসিক বেতন বাবদ ১ টাকা। এই এক টাকার পাঠশালায় ৪০ জন ছাত্র ছাত্রী দের নিয়ে পথচলা শুরু করেছে তারা বৃহস্পতিবার থেকে। সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত এই ১ টাকার পাঠশালায় পড়াশোনার কাজ চলবে। প্রতিদিনই দায়িত্বে থাকবেন ৩ জন শিক্ষক শিক্ষিকা।
উল্লেখ্য, বর্তমানে যখন ডিজিটাল ভারত, ডিজিটাল বাংলায় পাকা স্কুলে এবং অনলাইনে পঠন পাঠনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে প্রত্যন্ত প্রান্তিক গ্রামের শিশুরা খেলায় মত্ত। তাদের পরিবারের আর্থিক অনটনের জন্য একবেলা পেটের খাবার জোগাড় করা দায়। সেখানে স্কুলে ভর্তি কিংবা পড়াশোনা ব্যাপারটা নিছক বাহুলতা। সেই কথা মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংস্থা সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট এর সদস্য সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে গৌড়দহ স্টেশন এলাকায় শুরু হয় স্বপ্নের ১ টাকার পাঠাশালা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা এমন উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষজন প্রশংসা করেছেন।
অন্যদিকে সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক শ্রীকান্ত বধুক, জানিয়েছেন ‘শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি নিরক্ষর থাকে আমাদের তথা দেশের ক্ষতি। যার ফলে অসহায়, দরিদ্র পরিবারের শিশুরা যাতে করে শিক্ষিত হয়ে উঠতে পারে তারই উদ্যোগ গ্রহণ করেছি। এদিন উপস্থিত ছিলেন সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক শ্রীকান্ত বধুক, সহ-সভাপতি সুব্রত মন্ডল, এডভাইজার নিরুপম মন্ডল। এবং সদস্য সুনিতা মন্ডল, কবিতা মন্ডল, সৌরভ বেড়া, গৌতম মন্ডল, সুজাতা মন্ডল, মায়া পট্টনায়ক, প্রিয়ঙ্কা খাঁ, জয়ন্তী দাস, তৃণমূলের মুখপত্র কোহিনুর মজুমদার সহ প্রমুখ। এনাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় এই এক টাকার পাঠশালা গড়ে উঠছে।