Sunday, April 20, 2025
Ad

আর জি কর কান্ড নিয়ে সরব হুগলী – চুঁচুড়া ইন্ডিয়ান মেডিক্যাল এ‍্যাসোসিয়েশন। 

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলী: আর জি করের তরুণী চিকিৎসক খুনে এবার ক্ষোভ উগরে দিলেন হুগলী – চুঁচুড়া ইন্ডিয়ান মেডিক্যাল এ‍্যাসোসিয়েশন। তিলোত্তমা হত‍্যায় যখন গোটা বিশ্ব প্রতিবাদে সামিল হয়েছে, ঠিক তখনই মেডিক্যাল সিন্ডিকেটের বিষয় প্রকাশ‍্যে আসে। আর এই বিষয় নিয়েই এবার হুগলী চুঁচুড়ার ইন্ডিয়ান মেডিক্যাল এ‍্যাসোসিয়েশন ( আই এম এ) এর পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ করা হল। তাদের দাবি মেডিক্যাল সিন্ডিকেটের সাথে যুক্ত কয়েকজন ডাক্তারের তারা চিহ্নিত করেছেন। একটি বন্ধ খামে সেই সব নাম তারা সিবিআইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার প্রেস ক্লাব অফ হুগলীর প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন হুগলী – চুঁচুড়ার আই এম এর সভাপতি ডাক্তার অক্ষয় আঢ‍্য ও সম্পাদক ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। এই বিষয়ে আর জি করের মেডিক্যাল সিন্ডিকেট যত প্রকাশ‍্যে আসছে, বোঝা যাচ্ছে এর জাল বিস্তার অনেক গভীরে আছে। এবং এর মধ‍্যে অনেক বড় মাথা রয়েছে বলে দাবি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর। তিনি এদিন সাংবাদিক বৈঠকে জানান, পশ্চিমবঙ্গে অন‍্যান‍্য জেলার মত হুগলী জেলাতেও মেডিক্যাল সিন্ডিকেট যথেষ্ট সক্রিয় ভাবে প্রভাব বিস্তার করে রেখেছে। আর জি করে অভীক দে বলে যে ডাক্তারের নাম পাওয়া গেছে সেই অভীক দের নির্দেশে চুঁচুড়া হাসপাতালেও স্বাস্থ‍্য মাফিয়া গ্রুপ পরিচালিত হয়। যার ফলে এক এক জন ডাক্তার ২৫-২৬ বছর একই হাসপাতালে রয়েছে। তাদের বদলী হয়না বলেও দাবি করেন ডাক্তার চৌধুরী। মাফিয়া চক্রের সাথে যুক্ত না হলে ডাক্তারদের অনেক সমস‍্যার সম্মুখীন হতে হয়। এই হেল্থ মাফিয়া রাজ দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে তিনি অভিযোগ করেন। এদিন ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী, ডাক্তার সুদীপ্ত রায় এর নামও উল্লেখ করেন। তরুণী চিকিৎসক তিলোত্তমার মৃত‍্যুর পর ডাক্তারদের মাফিয়া রাজ প্রকাশ‍্যে এসেছে।

তিলোত্তমার দোষীদের শাস্তির পাশাপাশি হেল্থ মাফিয়া রাজ বন্ধ করাটা অত‍্যন্ত প্রয়োজনীয়। আর তাই হেল্থ মাফিয়ার সাথে যুক্ত হুগলী চুঁচুড়া যে সকল ডাক্তারদের চিহ্নিত করা গেছে তাদের নাম বন্ধ খামে সি বি আই’ কে পাঠানো হবে বলে জানিয়েছেন ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article