Monday, October 20, 2025
Ad

রোজা রেখে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নাবালক ঋজু গায়েনকে রক্ত দিলেন সফিউদ্দীন মিদ্দে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

অসুস্থ হিন্দু বাচ্চা কে রক্ত দিলেন মুসলিম যুবক।

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: এখন দেশের পাশাপাশি রাজ্যের মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি ও সহিষ্ণুতা এবং একদল রাজনৈতিক দল তারা হিন্দু মুসলিম এই সব নিয়ে সম্প্রীতির বন্ধন ছিল সেটা কে ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন আরবি মাস অনুসারে রমজান, এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। ধর্ম ধর্মের জায়গায় থাক, মানবতা মনুষত্ব বেঁচে থাক। তাই তো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে রোজা রেখে পশ্চিম বঙ্গের দক্ষিন ২৪ পরগনা জেলার দেউলার এক মুসলিম যুবক বিষ্ণুপুর থানার অন্তর্গত বলাখালীর এক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চা ঋজু গায়েন নামে তাকে রক্ত দিয়ে নজির স্থাপন করলেন। বৃহস্প্রতিবার হঠাৎ ওই বাচ্চার অসুস্থতার জন্য রক্তের দরকার হয়। এলাকায় পরিচিত রক্ত যোদ্ধা নামে ওই মুসলিম যুবকের সঙ্গে যোগাযোগ করে।৪২বছর বয়সি মুসলিম যুবক সফিউদ্দীন মিদ্দে (লাল্টু), রোজা রেখেছেন তিনি। সেই অবস্থাতেই তিনি এক হিন্দু সম্প্রদায়ের ওই নাবালক ঋজু গায়েনকে রক্ত দিলেন। ওই বাচ্চা দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছেন। মাঝে মধ্যেই তার রক্তের প্রয়োজন হয়। ওইদিনও তার রক্তের প্রয়োজন ছিল। সেই সময় এগিয়ে এলেন সফিউদ্দীন মিদ্দে(লাল্টু)। সূত্রে জানা যায়, ওই বাচ্চা বিষ্ণুপুর থানার বলা খালি এলাকার বাসিন্দা।থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্যা ছিল তার। সেকারণে তাকে রক্ত দিতে হত। বৃহস্পতিবার আচমকাই তার রক্তের প্রয়োজন হয়। সেই সময় কোথাও না রক্তের সন্ধান পেয়ে হঠাৎ লাল্টুর সঙ্গে যোগাযোগ করে। তিনি আসলে উস্থি থানার দেউলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে তাকে রক্ত দেওয়ার জন্য বলা হয়েছিল, এরপর আর দ্বিতীয়বার ভাবেননি তিনি। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি রাজি আছেন রক্তদিতে। সফিউদ্দীন এরপরই রক্ত দিতে যান। তিনি ওই বাচ্চার পরিচয়, তার ধর্ম কী এনিয়ে একেবারেই কোনো প্রশ্ন তোলেননি। সফিউদ্দীন মিদ্দে (লাল্টু) তিনি জানান, একটি থ্যালাসেমিয়া বাচ্চা ঋজু গায়েন বাড়ি বিষ্ণুপুর থানার বলাখালি তে বাড়ি। শরীর অসুস্থতার জন্য রক্তের প্রয়োজন ছিল (ও পজেটিভ ) কোথাও জোগাড় করতে না পেরে অবশেষে ফোন করে আমাকে। রোজা চলাকালীন (ও পজেটিভ) রক্ত দিলাম রিজু গায়েনের জন্য। তিনি এও জানান, এই ভাবেই বেঁচে থাকুক হিন্দু মুসলমানের সম্পর্ক। তিনিও রক্তদান করার সময় কখনওই গ্রহীতার ধর্ম সম্পর্কে জানতে চান নাই। সফিউদ্দিনের প্রতি কৃতজ্ঞ ঋজু গায়েনের পরিবার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article