সাগরদ্বীপে সবুজ সংঘের কর্মকাণ্ড।
বাবলু হাসান লস্কর, সাগর : সাগর এলাকার স্কুল ছুটের সংখ্যা কমাতে ও মহিলাদের স্বাবলম্বী করতে অভিনব উদ্যোগ নিল নন্দকুমারপুর সবুজ সংঘ। সাগর এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের ১৫ টি গ্রামের মহিলাদের কে নিয়ে ইতিমধ্যে স্বনির্ভর দল গড়ে তোলা হয়েছে এই সংস্থার উদ্যোগে। সেই সমস্ত মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। যার মধ্যে আছে দলগতভাবে দেশি মুরগির চাষ, ছাগল ও গরু পালন। গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষজনের অন্ধকার ঘোচাবার জন্য ইতিমধ্যে ১৫ টি গ্রামে পরিবেশ বান্ধব সোলার লাইট বসানো, লবণাক্ত এলাকায় বন্যার হাত থেকে রক্ষা পেতে এবং পানীয় জলের সমস্যা দূর করতে অতি উচ্চ বেদি সম্পন্ন নলকূপ বসানো, মজে যাওয়া পুকুরগুলো সংস্কার করে মাছ চাষের জন্য দেওয়া হয়েছে।
স্থানীয় চাষীদের প্রশিক্ষণ এবং তাদেরকে চাষের জন্য আর্থিক সহায়তা করা। নদী বাঁধ রক্ষা করার জন্য লাগানো হয়েছে ম্যানগ্রোভ।
পাশাপাশি স্কুলছুট কমাতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। সাগর দ্বীপের পাঁচটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলকে স্মার্ট স্কুল হিসাবে গড়ে তোলা হয়েছে। স্কুলগুলি হলো রাধাকৃষ্ণ পুর হাই স্কুল, বিষ্ণুপুর কে বি বিদ্যাভবন, ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল, সুমতিনগর শরৎকুমারী হাই স্কুল, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ।
স্কুলের শৌচালয়, লাইব্রেরি, ল্যাবরেটরির সেইসাথে বসানো হয়েছে উন্নত মানের স্মার্ট টিভি, যার ফলে কমেছে স্কুল ছুটের সংখ্যা। স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে স্মার্ট টিভির মাধ্যমে।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের ইউনিট ইনচার্জ গণেশ চন্দ্র দাস জানান, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভায় অবস্থিত “সবুজ সংঘ” পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সামাজিক ও জনমুখী কাজ করে থাকে। পাশাপাশি প্রত্যন্ত এই দ্বীপ সাগর ব্লকেও আমরা দীর্ঘদিন নানা রকম সামাজিক কর্মসূচি গ্রহণ করে আসছি। এই দ্বীপের বহু মানুষ রুজি রোজগারের জন্য দূর-দূরান্তে যেতে হয়। সেই সমস্ত পরিবারের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ আমাদের। এবং স্কুল ছুট কমাতে বিভিন্ন স্কুলে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি। এমনই কর্মকান্ডের জন্য সাগর দ্বীপের মানুষ ‘সবুজ সংঘ’ কে সাধুবাদ জানায়।