নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: আমেরিকার ৫০ শতাংশ শুল্কঝড়ে কাছাকাছি ভারত ও রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করলেন, কঠিন সময়েও পাশাপাশি থেকেছে ভারত-রাশিয়া। এর আগেই রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। এমনকী তাঁর অত্যাধুনিক লিমোজিন গাড়িতে চড়ান মোদিকে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মোদী বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়া ভারতের স্বাভাবিক বন্ধু। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। তাদের অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা চিন ও ভারত।
রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এরপরেও অবশ্য মস্কো থেকে তেল কেনায় বিরতি দেয়নি দিল্লি। অন্যদিকে চিনের উপরে শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই চিনও তেল কেনা বন্ধ করেনি। এই আবহে চিনে এসসিও সামিটে তিয়ানজিন শহরে মোদির বার্তা, “সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভারত এবং রাশিয়া সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে।”