Tuesday, September 2, 2025
Ad

রেল পুলিসের জুলুমের প্রতিবাদে উলুবেড়িয়া আর.পি.এফ. দপ্তরে যৌথ হকার্স ইউনিয়নের ডেপুটেশন।

Must read

সুপ্রিয় গাঙ্গুলী, উলুবেড়িয়া : দীর্ঘ দিন ধরে দক্ষিন-পূর্ব রেলের হকার্সদের উপর মিথ্যা কেস দিয়ে তাদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে, তারই প্রতিবাদে, আজ বিকাল ০৪ টে ৩০ মিনিটে উলুবেড়িয়া, আর.পি.এফ. দপ্তরে যৌথ ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল। যৌথ ইউনিয়নের সভায় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা (এ.আই.টি.ইউ.সি.), দিলীপ অধিকারী (এইচ.এম.এস.), অসীম বিশ্বাস (আই.এন.টি.টি.ইউ.সি.), রঞ্জিত রায় (সি.আই.টি.ইউ.), সেখ জুলু (টি.ইউ.সি.সি.), সেখ বাবলু (আই.এন.টি.ইউ.সি.) হকার্স নেতৃত্ব।

তাহাদের মূল দাবীগুলি হল- (১) হকার্সদের মিথ্যা কেস দেওয়া বন্ধ করতে হবে, (২) হকার্স দের নিরাপত্তা দিতে হবে, (৩) হকার্স দের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে, (৪) প্লাটফর্মে দুষ্কৃতিদের দৌরাত্ম অবিলম্বে বন্ধ করতে হবে, ইত্যাদী। ডেপুটেশন দেওয়ার আগে, প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা (এ.আই.টি.ইউ.সি.)।

উপরোক্ত নেতৃত্ববৃন্দ তাহাদের ডেপুটেশনের প্রতিলিপি, সাউথ ইস্ট্রান রেলের উলুবেড়িয়া আর.পি.এফ. দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক এন.সি. পান্ডে মহাশয়ের হাতে। তিনি আশ্বাস দিয়েছেন, সমস্ত দাবীগুলি প্রধান কার্য্যলয়ে পাঠিয়ে দেবেন ও এবিষয়গুলি যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article