Wednesday, September 3, 2025
Ad

অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের পাশে রোটারি ক্লাব অফ সাউথ সার্কেল।

Must read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আমাদের রাজ্যে মহিলারা নানান ভাবে অত্যাচারিত হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অ্যাসিড হামলার সংখ্যা সবচেয়ে বেশি। এরকম ঘটনার গুরুত্ব বিবেচনা করে, কলকাতা রোটারি সদন অডিটোরিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় রোটারি ক্লাব অফ কলকাতা সাউথ সার্কেল আয়োজনে অ্যাসিড হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষমতায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অ্যাসিড আক্রান্তে বেঁচে যাওয়া বেশ কিছু মহিলা উপস্থিত হয়। এবং তারা তাদের আত্মাপূর্ণ অভিজ্ঞতা, অসহায়ত্ব এবং নাগরিক সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশা জানায়।

এদিন রোটারি ক্লাব অফ কোলকাতা সাউথ সার্কেলের অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেয়। সেইসাথে সাময়িক তাদের হাতে কিছু উপহার তুলে দেয়।

এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ নারী কমিশনের চেয়ারপার্সন মিস লীনা গঙ্গোপাধ্যায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড: তানিয়া দাস, কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের পদস্থ আধিকারিক যশোধরা রায় চৌধুরী এবং মৌ সেন উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী সহ রোটারি ডিস্ট্রিক্ট (3291) এর প্রধান অজয় কুমার ল এবং রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের অন্যান্য কর্মকর্তারা।
রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের এই কর্মসূচিতে অ্যাসিড হামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এগিয়ে যাওয়ার পরামর্শ দেন উপস্থিত বিশিষ্ট জনেরা।

রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সার্কেল সভাপতি পরমা দাশগুপ্ত বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে অ্যাসিড হামলার সংখ্যা সবচেয়ে বেশি। তাই আমরা অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হওয়ার সাথে সাথেই প্রশাসনের পাশাপাশি রোটারি ক্লাবকেও যেন পাশে পায়।
এই কর্মসূচিতে উপস্থিত অ্যাসিড আক্রান্তকারী মহিলারা অ্যাসিড বিক্রি বন্ধের দাবি জানায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article