এলাকার সিসিটিভি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনা।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: প্রকাশ্য দিনের বেলায় জনবহুল রাস্তায় টাকা সহ ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে ক্রাইপার রোডে মনসাতলা সংলগ্ন এলাকায়। সূত্র মারফত জানা যায়, কোন্নগরের দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্র নাথ রায়। সরকারি চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। বুধবার মনীন্দ্রবাবু স্টেট ব্যাঙ্কের কোন্নগর শাখা থেকে পেনশন তোলেন। সেই টাকা একটি ব্যাগে ভরে সাইকেলের হ্যান্ডেলে রেখে বাড়ি ফেরার পথে মনসাতলায় রাস্তার বাজার করতে দাঁড়ান। সেই সময় হঠাৎই এক যুবক সাইকেল থেকে টাকা সমেত ব্যাগটি তুলে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই আর এক যুবক একটি টোটো নিয়ে ছিনতাইকারীর সামনে এগিয়ে যায়। টোটোটি সামনে এলে ছিনতাইকারী যুবক ওই টোটোতে উঠে পরে। এরপর টোটোটি দ্রুত গতিতে স্টেশনের কালভার্ট পার করে নবগ্রামের দিকে চলে যায়। মনীন্দ্রবাবু জানিয়েছেন, ওনার ব্যাগে প্রায় তেত্রিশ হাজার টাকা ছিল। ছিনতাইয়ের গোটা ঘটনা এলাকার সিসি টিভি ক্যামেরায় ধরা পরেছে। এই ঘটনার পর মনীন্দ্রবাবু কোন্নগর ফাঁড়িতে অভিযোগ জানান। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশাসনিক সূত্রে খবর সিসি টিভি ফুটেজে দুষ্কৃতিদের চেহারা দেখা গেছে। সেই মত খুব দ্রুত দুষ্কৃতি ধরা পরবে বলে মনে করা হচ্ছে।