Tuesday, September 2, 2025
Ad

Robbery নম্বরপ্লেটহীন বাইকে চেপে একাধিক জায়গায় ডাকাতি।

Must read

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: Robbery পুরুলিয়ার বলরামপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ বলরামপুর সংলগ্ন ১৮ নম্বর জাতীয় সড়কের উপর রাজা হোটেলের সন্নিকটে বাঁধের পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন দীপক গোপ। বলরামপুরের গোশালা এলাকার বাসিন্দা তিনি। হঠাৎ একটি নম্বর প্লেটবিহীন একটি বাইক তাঁর সামনে এসে দাঁড়ায়। প্রথমে দীপকের পথ আটকান তাঁরা। এরপর তাঁর কাছে থাকা প্রায় ১১ হাজার টাকা ছিনতাই করেন দুষ্কৃতীরা। দীপকবাবু বাধা দিতে গেলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। এমনকি তাঁর কাছে থাকা মোবাইলও ছুঁড়ে ফেলে দেন দুষ্কৃতীরা।  

এই বিষয়ে দীপক গোপ বলেন, হঠাৎ করেই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে যায়। স্থানীয় একটি দুধের দোকানে কাজ করেন তিনি। সেই সময় দোকানের কালেকশনের টাকা নিয়ে ফিরছিলেন। সেই সমস্ত টাকা দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয়। তাঁর মোবাইল ফোনও ভেঙে দেয়। দু’টি পিস্তল তাঁর মাথার উপর ধরে এই ছিনতাই কাণ্ড ঘটায় দুষ্কৃতীরা। এই ঘটনার ঠিক ১৫ মিনিট পর অর্থাৎ ৯:১৫ নাগাদ বলরামপুরের মালতি সংলগ্ন এলাকার একটি পেট্রোল পাম্পে নম্বর প্লেটবিহীন দু’টি বাইক আসে। প্রথমে তাঁরা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে। ‌এরপর ক্যাশ কাউন্টারে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দেয়। এই বিষয়ে ওই পেট্রোল পাম্পের মালিক হীরা বর্মা বলেন, তাঁর পেট্রোল পাম্পে আসা ওই দুই বাইকের কোনও নম্বর প্লেট ছিল না। কালো বাইক নিয়ে চারজন পেট্রোল পাম্পে আসেন। তাঁরা অফিসের ভিতর ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা নিয়ে চম্পট দেয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article