বন্দনা ভট্টাচার্য্য, হুগলি : পুরিতে বেড়াতে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হুগলীর তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালেশ্বরের কাছে। মৃতদের নাম শঙ্কর রাও (৫০), পার্বতী দাস (৪৮) ও ইব্রাহিম গাজি (২৭)। ইব্রাহিমের বাড়ি চুঁচুড়ার সোনাটুলিতে ও শঙ্কর রাও এবং পার্বতী দাসের বাড়ি ব্যান্ডেলে।
জানাগেছে, রবিবার রাতে পরিবার ও পরিচিতদের নিয়ে শঙ্কর রাও সহ মোট আট জন নিজের স্করপিও গাড়ি করে ব্যান্ডেল থেকে পুরির উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে দুজন শিশুও ছিল। গাড়িটি চালাচ্ছিল ইব্রাহিম। সোমবার ভোরে উড়িষ্যার বালেশ্বরের কাছে একটি তেলের ট্যাঙ্কারের সাথে স্করপিওটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মূত্যু হয় গাড়ির চালক ইব্রাহিম গাজি, শঙ্কর রাও এবং পার্বতী দাসের। পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় স্করপিওটা দুমরে মুচরে প্রায় দলা পাকিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবার উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
মর্মান্তিক এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায় শোকের ছায়া নেমে আসে।