উদ্বোধন হলো ৩৩ তম রিষড়া মেলা।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: প্রতি বছরের মত রিষড়া পৌরসভার উদ্যোগে,পৌর প্রধান বিজয় সাগর মিশ্রর তত্বাবধানে মৈত্রীপথ সংলগ্ন এলাকায় শনিবার মেলার উদ্বোধন হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় সাগর মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন, উপ পৌরপ্রধান, জাহিদ হাসান খান, জনপ্রতিনিধি হর্ষ প্রসাদ ব্যানার্জী, শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ অমিত পি জাভালগী, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগন ও পৌরসভার সকল পৌরসদস্য ও বিশিষ্ট ব্যাক্তিগন। এই মেলায় গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শীতবস্ত্র,বিছানার যাবতীয় সরঞ্জাম, রকমারী পোশাক, প্রসাধন সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি, খেলনা সহ নানান বাহারি জিনিসপত্র ও বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ প্রায় ৩০০ টি দোকান দেওয়া হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। মেলা প্রাঙ্গন খোলা থাকবে প্রত্যহ দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত। এই প্রশঙ্গে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলাকালীন প্রতি সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান। থাকছেন বিখ্যাত সব শিল্পীরা। মেলা চলাকালীন প্রচুর মানুষ মেলায় আসেন, তাই নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার সাহায্যে চলবে নজরদারী।