Friday, April 18, 2025
Ad

দলীয় কর্মীদের আবেগ উচ্ছ্বাস কে মর্যাদা দিতে সংবর্ধনা সভা কুলপিতে।

Must read

নব নির্বাচিত সাংসদ কে সংবর্ধনা।

নিজস্ব প্রতিনিধি, কুলপি: বৃহস্পতিবার কুলপির পথের সাথী তে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাপি হালদারের উদ্দেশ্যে সংবর্ধনা সভার আয়োজন করে কুলপী ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের তত্ত্বাবধানে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কুলপির ১৪টি অঞ্চলের তরফে সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহিলা, ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে এই সভা মঞ্চে সাংসদকে সংবর্ধিত করেন। বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আমাদের যুব নেতা বাপি হালদার ২ লক্ষ ৩ হাজার একশো ভোটে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হন। কুল্পি থেকে আমরা ৩২হাজার ৪৬ টি লিড দিয়ে মথুরাপুর কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে দ্বিতীয় হতে পেরেছি। নব সাংসদের কাছে কুল্পির সার্বিক উন্নয়নের মান বাড়ানোর আবেদন রাখেন বিধায়ক।

সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখছেন কুল্পীর বিধায়ক যোগরঞ্জন হালদার।

এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, সাংসদ বাপি হালদার, বিধায়ক যোগরঞ্জন হালদার ও কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার এবং যুব সভাপতি সামসুর আলম মীর, INTTUC সভাপতি সুজিত পাইক, ছাত্রনেতা রিয়াজুল শাহ ও কুলপি পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধক্ষ্য, জেলা পরিষদ সদস্য সদস্যা, সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান-উপপ্রধান সহ হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মীরা। সভা শেষে সবুজ মিষ্টি বিতরণে বিজয়া উৎসব পালন করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

কুলপিতে সংবর্ধিত হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাপি হালদার।।

সাংসদ যুব নেতা বাপি হালদার বলেন, বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশনার জঘন্যতমভাবে নির্বাচনকে সংগঠিত করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রমে তা সফল হয়নি। তাই তাদের আবেগ উচ্ছ্বাস কে মর্যাদা দিতে এই সংবর্ধনা সভার আয়োজন।
সংবর্ধনা সভার পাশাপাশি দলের সাংগঠনিক আলোচনা হয়। নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ দৃঢ় করার লক্ষ্যে আমরা সঙ্ঘবদ্ধ হয়েছি। আগামী দিনে আমাদের লড়াই জোরদার হবে। এই সভা থেকে নবনির্বাচিত সংসদ মানুষের পাশে থাকার বার্তা দেন কর্মী সমর্থকদের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article