স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনে (independence day) মমতা ব্যানার্জি ও বিমান বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সিপিএম নেতা বিমান বসু এখনও ৮৬ বছরের যুবক। কিছু শারীরিক বিধিনিষেধ থাকলেও এখনও তিনি যথেষ্ট সক্ষম। আলিমুদ্দিনই সংসার বিমান বসুর। বই, বিড়াল আর গাছ-গাছালি নিয়ে থাকেন বর্তমানে CPIM-এর অন্যতম বরিষ্ঠ এই নেতা। তবে ৯০ ছুঁইছুঁই এই নেতার উদ্দীপনা ঠিক যেন তরুণদের মতোই। এই বিমান বসুকেই শুক্রবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনের চা-চক্রে যোগ দিতে দেখা যায়। প্রতিবছরের মতো এবছরও প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গেই রাজভবনের চা-চক্রে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলের বরিষ্ঠ নেতারাও। ফ্রন্ট চেয়ারম্যানকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে।শুক্রবার রাজভবনের চা-চক্রে সৌজন্যের দৃশ্য চোখে পড়ে। বিমান বসু এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা যায় কুণাল ঘোষকে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসুকে দেখেই এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, ‘বিমানদা কেমন আছেন?’ বর্ষীয়ান বামনেতাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাল্টা কুশল বিনিময় করেন বিমানও। পাশাপাশি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর জন্য নির্দিষ্ট চেয়ারে না বসে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসতে দেখা যায় মমতাকে। রাজভবনে স্বাধীনতা দিবসের চা-চক্রে ছিল চাঁদের হাট। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, গায়িকা ঊষা উত্থুপ সহ অন্যান্যরা।