Tuesday, September 2, 2025
Ad

নরসিংহপুরে তৈরি হচ্ছে রাম মন্দির।

Must read

রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর প্যান্ডেল।

সুজন সরকার, মুর্শিদাবাদ : নিউজ দিগন্ত বার্তা।মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা নরসিংহপুরে তৈরি হচ্ছে রাম মন্দির। সাগরপাড়া থানার অন্তর্গত নরসিংহপুর মা দূর্গা দেবী ট্রাস্টের এবছরের দুর্গাপুজোর থিম রাম মন্দির। প্রতি বছরই এই পুজো কমিটি প্যান্ডেলের বিশেষ চমক দিয়ে থাকে। অতিতে এই পুজো কমিটি ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মন্দিরের আদলে পুজোর প্যান্ডেল তৈরি করে এলাকাবাসীদের বিশেষ চমক দিয়েছে। এবছর তারা অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

 

চমক মানেই নরসিংহপুর মা দূর্গা দেবী ট্রাস্টের পুজো। দুর্গাপুজোর আর মাত্র এগারো দিন বাকি। রাত দিন এক করে প্যান্ডেল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ধিরে ধিরে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলেই প্যান্ডেল। ইতিমধ্যেই সেই মন্ডপ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাকি কাজও চলছে জোর কদমে। বাঁশ,কাপড় ও থার্মোকল দিয়েই তৈরি হচ্ছে মন্ডপ। চলছে রঙের কাজও।

পুজো উদ্যোক্তাদের দাবি মহালয়ার পরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ। এবার তেরো তম বর্ষের ভাবনা রাম মন্দির। প্রতি বছরই সীমান্তের নরসিংহপুর মা দূর্গা দেবী ট্রাস্টের পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। মুর্শিদাবাদের পাশাপাশি নদীয়া, এমনকি বীরভূম, মালদা জেলার দর্শনার্থীরাও এখানে পুজো দেখতে আসে বলে জানান উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মানুষ পুজো দেখতে আসে বলে জানা গিয়েছে। এবছরও প্রচুর দর্শকের সমাগম হবে বলে আশা রাখছেন পুজো কমিটির উদ্যোক্তরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article