Tuesday, September 2, 2025
Ad

ধর্ষণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে ধর্মনগর থানায় হাজির প্রমিলা বাহিনী।

Must read

বিশ্বজিৎ দে, ত্রিপুরা : শ্লীলতাহানীর মত ন্যাক্কারজনক ঘটনা পিছু ছাড়ছে না গোটা ত্রিপুরা রাজ্যের। এই ন্যাক্কারজনক ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাজ্যের প্রতিটি জায়গায়। তাহলে কি নারীদে র সম্মান মূল্যহীন হয়ে পড়েছে? ধীরে ধীরে নারীদের সুরক্ষা কি প্রশ্নচিহ্নের মুখে? কিছু যৌন পিপাসি নরপিশাচ তাদের যৌন তৃপ্তির জন্য প্রায় প্রতিদিনই মহিলাদের করতে থাকে নিজের পাশবিক লালসার শিকার। ঘটনার বিবরণে প্রকাশ আবারো ধর্ষণের শিকার 35 বছর বয়সী এক মহিলা। ধর্মনগরের নয়াগাং এলাকার বাসিন্দা 35 বছর বয়সী মহিলার সাথে কুকর্ম করে তইদাংির নামে আর্মিতে কর্মরত 25 বছর বয়সী এক যুবক। তইদাংগির নামে আর্মিতে কর্মরত যুবকটি ছুটিতে বাড়িতে আসে। গত 24 শে আগস্ট মহিলাটির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা চালায় ওই আর্মিতে কর্মরত যুবক।

এই ঘটনায় মহিলার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা উত্তর জেলার বাগবাসা থানার দ্বারস্থ হন। কিন্তু থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ। অবশেষে গত কাল আবারও আর্মিতে কর্মরত ওই যুবক মহিলাটির সাথে কুকর্ম করতে চায়। এই দৃশ্য প্রত্যক্ষ করে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা। তারা অভিযুক্তদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে ধর্মনগর থানায় ছুটে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অপরাধীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে ধর্মনগর মহিলা থানায়। মহিলা থানার ওসি শিপ্রা দাস তিনি একটি কেইস গ্রহণ করেন যার নম্বর ৩৪/২২ under section৩৫৪/৩৫৪b৩২৩ ipc।মহিলা থানার ওসি শিপ্রা দাস অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেছেন। ধর্ষণের মত জঘন্য বিষয়টা বেড়ে চলেছে গোটা ত্রিপুরা রাজ্যে। ধর্মনগর মহিলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article