আধুনিক পদ্ধতিতে মুরগি ও পশুপালনের প্রশিক্ষণ।
ইমন কল্যাণ, মথুরাপুর : শনিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নং ব্লকের ঘোড়াদল বাজারে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
এদিন এস এ সেবা কেন্দ্রের আয়োজনে তৃতীয় প্রকল্পের কর্মসূচি পালন করা হয়। সেখানে আধুনিক পদ্ধতিতে মুরগি ও পশু পালনের প্রশিক্ষণ দেয়া হয় মহিলাদের। পাশাপাশি প্রায় ১৭ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মুরগির বাচ্চা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
মথুরাপুর এস এ সেবা কেন্দ্রের এদিনের এই তৃতীয় প্রকল্পের কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড: সুভাষ হালদার, মৎস্য বিজ্ঞানী ডা: বি কে সাহা, প্রাণী মিত্র নীলিমা হালদার, পশুপাখি সরবরাহকারী শ্রীমতি রাধারানী রায় সহ বিশিষ্ট জনেরা। পাশাপাশি এদিন আধুনিক পদ্ধতিতে পশুপালনের একটি বই প্রকাশিত করা হয়। এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে সেই বই বিতরণ করা হয়।
এস এ সেবা কেন্দ্রের কর্ণধার ডা: অলক কুমার বৈদ্য জানান, নিত্য নতুন উপায় বিজ্ঞানসম্মতভাবে ক্ষতিগ্রস্ত চাষীদের এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। আগামীতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে বৃহৎ আকারে এই কর্মসূচি পালন করার চেষ্টা করবো।