Wednesday, October 22, 2025
Ad

পোস্টার পড়লো মন্দিরবাজার বিধায়কের নামে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিয়োগ দূর্ণীতিতে মন্দিরবাজারের বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার।
নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার: আবারও নিয়োগ দূর্ণীতিতে পোস্টার পড়ল দক্ষিণ ২৪ পরগণায়। ডায়মন্ডহারবার, সোনারপুরের পর এবার মন্দিরবাজারে এই পোস্টার পড়েছে। আর যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মন্দিরবাজারে সরাসরি বিধায়কের নামেই পোস্টার মারা হয়েছে বিভিন্ন যায়গায়। নিয়োগ দূর্ণীতিতে তিনি সরাসরি জড়িত বলে লেখা হয়েছে‌ পোস্টারে। উল্লেখ্য মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার জেলা সভাপতিও।
এই ঘটনাকে হাতিয়ার করেছে বিরোধী দলের কর্মী সমর্থকরা। যদিও কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি। এই পোস্টার নিয়ে মুখ খুলতে রাজি হয়নি শাসকদলের কোনও ছোট-বড় নেতাও‌।
মন্দির বাজার বিধায়ক জয়দেব হালদার।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে চাকরি যায় মন্দিরবাজার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির বড় ছেলের‌। আর তার পরেই বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এর আগে ডায়মন্ডহারবারের এক কাউন্সিলারের চাকরি যাওয়ার পর একই কায়দায় পড়েছিল পোস্টার।
তবে এবার এই পোস্টারে বিধায়কের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে সরাসরি। জানানো হয়েছে বিধায়ক তার প্রভাব খাটিয়ে শুধু বড় ছেলেকে নয়, তার পরিবারের একাধিক সদস্য ও আত্মীয়কে বিভিন্ন জায়গায় কাজ দিয়েছেন। যদিও এ ব্যাপারে মন্দিরবাজারের বিধায়কের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি‌।
বিধায়কের নামে পোস্টার।
পোস্টার পড়া নিয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুত বৈদ্য জানান, মন্দিরবাজার বিধায়কের নামের পোস্টার আমার নজরে এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি পোস্টারে যা লেখা আছে সব ঠিক। আর ওদের দলেরই অপরগোষ্ঠী এটা করেছে।
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article