চাকরী খুইয়ে বেপাত্তা অমিত।
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ডহারবার : ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা দলের টাউন সভাপতি অমিত সাহার বিরুদ্ধে শহরের একাধিক এলাকায় পড়ল পোস্টার। এসএসসি গ্রুপ- সি পদে চাকরি খোয়ানোর তালিকায় নাম রয়েছে অমিতের। আদালতের নির্দেশে তালিকা প্রকাশের পর থেকে গত ১০ই মার্চ থেকে বেপাত্তা অমিত। ওইদিন থেকে পুরসভায়, জনসংযোগ কার্যালয় ও বাড়িতে পাওয়া যায়নি অমিতকে। বৃহস্পতিবার সাতসকালে পুরসভা চত্বর, ১৩ নম্বর ওয়ার্ডের জলট্যাঙ্ক পাড়ায় অমিতের ছবি দিয়ে দুর্নীতি নিয়ে একাধিক পোস্টার পড়েছে। সেই পোস্টারগুলিতে বোআইনীভাবে চাকরি চুরি, ফকিরচাঁদ কলেজে সোশ্যালের টাকা তছরুপ ও নাগরিক পরিষেবা ব্যহত হওয়ার অভিযোগ তোলা হয়েছে। ফকিরচাঁদ কলেজের ছাত্রী বৃন্দ, শিক্ষিত সচেতন নাগরিক বৃন্দ ও ১৩ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানাগেছে। এই পোস্টার ঘিরে রাজনৈতিক সরগরম ডায়মন্ড হারবার। তবে এদিনও সকালে গিয়ে অমিতকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমিতের বাবা খুবই অসুস্থ। পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। অমিত ফোনও ধরেন নি।