বাম নেতাকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর: বুধবার ১০ সংগঠনের ডাকে ১২ ঘন্টা ভারত বনধের সমর্থনে অনেক স্থানেই পথে নামেন বামেরা। ভারত বনধের সমর্থনে রাস্তা অবরোধকারী সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ অফিসারের। বুধবার সকালে এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। শুধু চড় মারাই নয়, এক সিপিএম নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। এই নিয়ে সরব হয়েছে বামেরা। বংশীহারী থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হবে বলে জেলা সিপিএম নেতৃত্ব জানিয়েছে। এভাবে বনধ সমর্থনকারীকে চড় মারা নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।
রাজ্যেরও বিভিন্ন প্রান্তে বনধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছেন। তেমনই বংশীহারীতেও বাম কর্মী-সমর্থকদের রাস্তায় নামতে দেখা যায়। বংশীহারীতে পিকেটিং করার সময় থানার আইসি অসীম গোপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এক আন্দোলনকারীকে বংশীহারী থানার আইসি বলেন, “পিকেটিং করতে পারবেন। কিন্তু, গাড়ি আটকানো যাবে না।” এরপরই সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানের সঙ্গে বচসা বাধে আইসি-র। মাজেদারকে অসীম গোপে বলেন, “অনেকক্ষণ আন্দোলন করছেন। এবার ছাড়তে হবে।” তার জবাবে মাজেদার বলেন, “সারাদিন আন্দোলন করব।” তখন আইসি বলেন, “গরম দেখাচ্ছেন।” জবাবে মাজেদার বলেন, “না গরম দেখাইনি।”

সঙ্গে সঙ্গে বাঁ হাতে সপাটে মাজেদারকে চড় মারেন আইসি। এমনই অভিযোগ। ঘটনায় হতচকিয়ে যান ওই সিপিএম নেতা। চড় মারার পর আইসি বলেন, “ফাজলামো হচ্ছে।” এরপরই পুলিশ ওই বাম নেতাকে গ্রেফতার করে। এখানেই না থেমে আইসি বলেন, “গরম চলবে না। দাদাগিরি চলবে না।” আন্দোলনকারীরা বলেন, “আমরা কেউ দাদাগিরি করিনি।” এরপর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁরা স্লোগান দেন, “পুলিশ তুমি উর্দি ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। ধর্মঘটে পুলিশের অত্যাচার মানছি না, মানব না।” তবে এই ঘটনায় পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।